ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল আবৃত্তি সংসদ আয়োজন করে ‘কবি সুফিয়া কামাল স্মারক আবৃত্তি উৎসব-২০২৪’। এই আয়োজনে জুলাই বিপ্লবে বিতর্কিত অবস্থানের কারণে নিজ বিভাগে বয়কটকৃত আওয়ামী লীগপন্থি এক শিক্ষককে অতিথি হিসেবে রাখায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
রোববার (০১ ডিসেম্বর) কবি সুফিয়া কামাল স্মারক আবৃত্তি উৎসব আয়োজন করা হয়।
অতিথিদের মধ্যকার শাহরিমা তানজিন অর্নিকে রাখা নিয়েই শিক্ষার্থীদের আপত্তি। শিক্ষার্থীরা বলেন, তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেছেন। কোনো কোনো শিক্ষার্থী দাবি করে বলছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের ১৬ জুলাই তার নিজ বাসায় আশ্রয়ও দিয়েছিলেন। আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে গত অক্টোবর মাসে নিজ বিভাগের শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে তাকে বয়কট করা হয়।
এ ছাড়া, তাকে বিশেষ অতিথি করার সমালোচনায় তার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাসের স্ক্রিনশট সামনে নিয়ে এসেছেন শিক্ষার্থীরা। তার এক স্ট্যাটাসে দেখা যায়, গণভবনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা এক গ্রুপ ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখেন, ‘রাখি তোমায় মন-গহীনে হৃদয় আছে যেথা’।