রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১২ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগর বিএনপির সব সাংগঠনিক থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত হয়েছে
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন ১৫টি সাংগঠনিক থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সবগুলো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর একটি রেস্টুরেন্টে নগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটি বিলুপ্তের ঘোষণা দেন দলের আহ্বায়ক এরশাদ উল্লাহ। বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো দ্রুত ও পর্যায়ক্রেম পুনর্গঠন করা হবে বলে জানান তিনি।

দলের সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। এছাড়া সভায় নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সভায় ভারতে বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে হামলার প্রতিবাদ জানানো হয়।

এর আগে দলকে পুনর্গঠনে গত ৭ জুলাই এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর