শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

হঠাৎ সানি লিওনের শো বাতিল করল পুলিশ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত হয়েছে
সানি লিওন

বলিউডের আইটেম গার্ল খ্যাত আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওনের একটি শো বাতিল করা হয়েছে।  একটি ক্লাবে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া শোয়ে পারফর্ম করার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্রেত সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ গিয়ে তার মো বাতিল করার কথা জানানো হয়।

গত ৩০ নভেম্বর হায়দারাবাদের জুবিলি হিলসের ইলুজিয়ন পাবে একটি ডিজে নাইট শোয়ে পারফর্ম করার কথা ছিল সানি লিওনের। এতে রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি পারফর্ম করবেন বলে প্রত্যাশ্যা ছিল সবার। কিন্তু আয়োজকরা শেষ মুহূর্তে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, অনুষ্ঠানের দিন রাত ৮টা থেকে অংশগ্রহণকারীরা আসতে থাকেন। এ সময় পুলিশের একটি দলের দেখা মিলে। অনুষ্ঠানটি যাতে না হয় এ জন্য প্রায় একশ’ জন পুলিশ সদস্য পাঠানো হয়েছিল।

এরপর পর্দায় একটি ভিডিও বার্তার মাধ্যমে জানানো হয় যে, সানি লিওন স্বাস্থ্যজনিত সমস্যার কারণ অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন না। তবে আয়োজক সংস্থা তাদের পরিকল্পনা অনুযায়ী অন্যান্য অনুষ্ঠান পরিচালনা করবে।

এ অনুষ্ঠানে সানি লিওনের পারফর্ম দেখার জন্যই টিকিট সংগ্রহ করেছিলেন অনেক দর্শকরা। কিন্তু হঠাৎ প্রিয় তারকার শো বাতিলের খবর জানতে পেরে হতাশা কাজ করে তাদের মধ্যে। পরে একপর্যায়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে থাকেন তারা।

এদিকে সানি লিওনের শো বাতিলের ঘোষণা দেয়ার পরও প্রায় রাত ১টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে অবস্থান করে পুলিশ সদস্যরা। একইসঙ্গে অনুষ্ঠান থেকে চলে অতিথিদের চলে যাওয়ার সময় শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয় নিশ্চিত করে পুলিশ।

প্রসঙ্গত, সানি লিওনকে আসন্ন ‘কোটেশন গ্যাং’ সিনেমায় দেখা যাবে। এতে একজন নির্মম আততায়ী চরিত্রে অভিনয় করেছেন তিনি। দক্ষিণী সিনেমাটিতে দর্শকরা তার দুর্দান্ত অভিনয় দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে। এতে তার সঙ্গে অভিনেতা প্রভুদেবাকে দেখা যাবে।

 

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর