বাংলাদেশের শুটিংয়ে হারিয়ে যাওয়া এক নাম সৈয়দা সাদিয়া সুলতানা। সাবেক তারকা এই শুটার আজ চিরতরেই হারিয়ে গেলেন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাবেক এই শুটার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া। একই বছর জিতেছিলেন কমনওয়েলথ শুটিংয়ের স্বর্ণ। ১০ মিটার এয়ার রাইফেলে সেবার দলগত ইভেন্টে শারমিন রত্নার সঙ্গে মিলে জিতেছিলেন স্বর্ণ। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ গেমসে স্বর্ণ জিতেছিলেন। এর পর থেকে অনেকটা অন্তরালেই ছিলেন তিনি। সোমবার সে অন্তরাল থেকেই চির বিদায় নিলেন সাদিয়া। তার বয়স হয়েছিল ৩১ বছর।
সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তারই সতীর্থ শুটার শারমিন রত্না। তার কথা, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না, সাদিয়া নেই। সংবাদটা শুনে আমি স্তব্ধ।’
২০১৭ সালে অগ্নিদগ্ধ হয়েছিলেন সাদিয়া। বাড়িতে গ্যাসের চুলা থেকে তার শরীরে আগুন ধরে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।
বিসিবির সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন আলমগীর জানান, ‘বাদ এশা রাত আটটা নাগাদ কৃতি শুটার সাদিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরেই হামজারবাগস্থ মোমিনবাগ অনিবার্ণ ক্লাব প্রাঙ্গনে হবে।’