রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত হয়েছে
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের নগরকোন্ডা এলাকার ইব্রাহিম (৫৫), বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন (৫৫), প্রাইভেট কারের চালক ও গাড়ির মালিক মজিবুর (৬৮)।

আহতরা হলেন- শাহাবুদ্দিন ও আ. জলিল। শাহাবুদ্দিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সি লাইন নামে একটি দূরপাল্লার বাস ও প্রাইভেটকারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উলটে যায় প্রাইভেট কারটি। গাড়িতে থাকা ৫ ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। স্থানীয়রা বাসটি আটক করলেও পালিয়ে যান বাসের হেলপার ও চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গাড়ি দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর