শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

সরকারি চাকরিতে যোগদানের প্রথম দিনেই দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

শেষ করেছিলেন কঠোর প্রশিক্ষণ, যোগ দিবেন চাকরিতে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ভারতের কর্ণাটকে এক তরুণ আইপিএস অফিসার চাকরিতে যোগদানের প্রথম দিনেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গতকাল রোববার (০১ ডিসেম্বর) হাসান জেলায় এ ঘটনা ঘটে। ২৬ বছর বয়সী হারসা বর্ধন মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। ২০২৩ সালের ব্যাচে আইপিএস অফিসার হিসেবে চাকরি হয় তার। এরপর প্রশিক্ষণ শেষে কর্ণাটকে যোগদানের কথা ছিল। খবর এনডিটিভি

তাকে বহন করা পুলিশের গাড়িটিতে হঠাৎ করে চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বাড়ি এবং গাছের ওপর আছড়ে পড়ে। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান আইপিএস অফিসার হারসা বর্ধন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান।

দুর্ঘটনায় গাড়ি চালক সামান্য আহত হয়েছেন। ছবিতে দেখা গেছে দুর্ঘটনার শিকার গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর