রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: জাতীয় নাগরিক কমিটি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত হয়েছে
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: জাতীয় নাগরিক কমিটি। ছবি: সংগৃহীত

অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য স্পষ্ট ভূমিকা নেয়াসহ ৬ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার (২ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সাধারণ সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

এতে বলা হয়, ডিসেম্বর মাসজুড়ে জাতীয় নাগরিক কমিটি বেশ কয়টি জাতীয় ও স্থানীয় কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ৬ থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বসিলা, রাজেন্দ্রপুর, জয়দেবপুর, কাশিমপুর, সাভার, আশুলিয়া, বাইপাইল ও উত্তরায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সকল থানা-উপজেলায় কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহিদ মিনারে ফ্যাসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিগত ১৫ বছরের সকল গুম-খুন-ক্রসফায়ার-ধর্ষণসহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়াও, পুরা ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা দেশে ৬ দফা দাবির ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে। দাবিগুলো হলো:
১. ভারতের সাথে সকল চুক্তি উন্মোচন করতে হবে। অসম ও পরিবেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।
২. ভারত-বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যার নিশ্চিত করতে হবে।
৩. দ্রব্যমূল্যে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
৪. গত ১৫ বছরে হিন্দু, বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে।
৫. পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য স্পষ্ট ভূমিকা নিতে হবে।
৬. অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ই ডিসেম্বরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রায়েরবাজার কবরস্থানে প্রাপ্ত জুলাই হত্যাকাণ্ডের গণকবর জেয়ারত কর্মসূচি পালিত হবে।

এছাড়াও আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ঢাকা মহানগরে একটি বিজয় যাত্রা অনুষ্ঠিত হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর