এডেন উপসাগরে ট্রানজিট করার সময় মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) স্থানীয় সময় রোববার (০১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়ার।
সেন্টকম বলেছে, ইউএসএস স্টকডেল (ডিডিজি ১০৬) এবং ইউএসএস ও’কেন (ডিডিজি ৭৭) এডেন উপসাগরে শনিবার ও রোববার ট্রানজিট করার সময় হুতি-চালিত অস্ত্রের একটি হামলা তারা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে। এ সময় তারা তিনটি মার্কিন মালিকানাধীন বাণিজ্যিক জাহাজকে নিয়ে যাচ্ছিল। তবে এ হামলায় জাহাজের কোন ক্ষতি হয়নি। এছাড়া জাহাজের কর্মীরাও কেউ হতাহত হননি।
সেন্টকম বলেছে, “জাহাজ এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি জাহাজ-বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এএসবিএম), তিনটি ওয়ান-ওয়ে অ্যাটাক আনক্রুড এরিয়াল সিস্টেম (ওডাব্লিউএ ইউএএস) এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল (এএসসিএম) সফলভাবে নিযুক্ত হয়। এর মাধ্যমে হুতিদের হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে।
মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করে। সাধারণত ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হামলা চালিয়ে আসছে যোদ্ধারা। এসব হামলার পর ওই রুটে জাহাজ চলাচলে বিরূপ প্রভাব পড়েছে। যদিও এসব আক্রমণের বিপরীতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ তাদের মিত্ররা যৌথভাবে হুতিদের ওপর হামলা চালিয়েছে। তবে এই হামলা যোদ্ধাদের দমাতে পারেনি।