‘ডেজ অব আওয়ার লাইভস’ এবং ‘ডাইনাস্টি’ সিরিজের জন্য বহুল পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ওয়েন নর্থরপ মারা গেছেন। গত ২৯ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন উডল্যান্ড হিলস হোমে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৭ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদন অনুযায়ী ওয়েন নর্থরপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী লিন হেরিং নর্থরপ। ছয় বছর আগে এক ধরনের বার্ধক্যজনিত এবং স্পষ্ট কারণ ছাড়াই স্নায়বিক অবক্ষয়মূলক রোগ আলঝেইমারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা।
‘ডেজ অফ আওয়ার লাইভস’ সিরিজে ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এবং মাঝে কয়েক বছরের বিরতি কাটিয়ে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত রোমান ব্র্যাডি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে তারকা খ্যাতি লাভ করেন ওয়েন নর্থরপ।
সিরিজটিতে এক হাজারেরও বেশি পর্বে এ চরিত্রে দেখা গেছে তাকে। এতে অভিনেত্রী ডেইড্র হলের সঙ্গে জুটি হয়ে তাদের রোমাঞ্চ ছিল দর্শক আকাঙ্ক্ষায়। এমনকি ব্যাপক প্রশংসিত ছিলেন এই জুটি।
‘ডাইনাস্টি’ সিরিজে মাইকেল কুলহেন এবং ‘পোর্ট চার্লস’ সিরিজে রেক্স স্ট্যানটনের ভূমিকায় দেখা গেছে ওয়েন নর্থরপকে। এছাড়া ‘এল.এ. ল’, ‘হোটেল’ এবং ‘কোল্ড কেস’ সিরিজেও অভিনয় করেছেন এ অভিনেতা।
১৯৪৭ সালের ১২ এপ্রিল ওয়াশিংটনের সুমনারে জন্মগ্রহণ করেন ওয়েন নর্থরপ। অভিনয়ের প্রতি কৌতূহল থেকে হলিউডে আসেন তিনি। এরপর ১৯৭৫ সালে লস অ্যাঞ্জেলেসে অ্যাকটরস থিয়েটারে যোগ দেন। পরবর্তীতে পুলিশ স্টোরি সিরিজের একটি পর্বে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে প্রথম অভিনয়ের সুযোগ পান।
অভিনেত্রী লিন হেরিংয়ের সঙ্গে এ অভিনেতা দীর্ঘ দাম্পত্য জীবনের ৩৫ বছর ধরে ক্যালিফোর্নিয়ার রেমন্ডে একটি গবাদি পশুর খামারও পরিচালনা করেছেন। হ্যাঙ্ক ও গ্র্যাডি নামের দুই সন্তানের বাবা ছিলেন অভিনেতা ওয়েন নর্থরপ।