মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুরে হোলসিম সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় লাইলি বেগম নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রাজৈর-ইশিবপুর আঞ্চলিক সড়কের ইশিবপুর বাজার এলাকায় এই দুঘর্টনা ঘটে।
পুলিশ জানায়, হোলসিম সিমেন্ট ভর্তি একটি ট্রাক রাজৈর থেকে শ্রীনদী যাচ্ছিলেন। ট্রাকটি ইশিবপুর ব্রিজের উপর উঠলে গাড়িটি পিছনে সরে আসে। এ সময় পিছনে থাকা শ্রিনদীগামি একটি ইজিবাইকে চাপা দেয়। ফলে ইজিবাইককে থাকা যাত্রী লাইজু বেগম ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে রাজৈর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় জানান, ট্রাকটি সাধারণ জনগণ আটক করেন। পরে রাজৈর থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।