ভারতের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য বার্ষিক ৪ দশমিক ৩ কোটি রুপির বেশি বেতনের চাকরির প্রস্তাব দিয়েছে বিশ্বখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠান জেন স্ট্রিট। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় ৫ দশমিক ৫৯ কোটি টাকা। এই প্রস্তাবে মূল বেতন, নির্ধারিত বোনাস এবং পুনর্বাসন সুবিধা আলাদাভাবে দেয়া হবে।
এই প্রি-প্লেসমেন্ট প্রস্তাবটি হংকংভিত্তিক ‘কোয়ান্টিটেটিভ ট্রেডার’ পদের জন্য করা হয়েছে। এটি পেয়েছেন আইআইটি মাদ্রাজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর এক শিক্ষার্থী, যিনি এর আগে এই প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে দ্য হিন্দুস্তান টাইমস। এটি এমন একটি সময়ে হয়েছে, যখন আইআইটি দিল্লি, বোম্বে, মাদ্রাজ, কানপুর, রুরকি, খড়গপুর, গুহাটি এবং বিহুতে রোববার থেকে ফাইনাল প্লেসমেন্ট কার্যক্রম শুরু হয়েছে।