বগুড়ায় হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ রোববার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের সূত্রাপুর কসাইপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার সোহাগ সরকার ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। এছাড়াও তিনি বগুড়া পৌরসভার আলোচিত সাবেক কাউন্সিলর মতিন সরকারের ভাই৷ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তার সোহাগ সরকারকে সোমবার বিকেলে আদালতে পাঠানো হবে।