শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

নতুন কৌশলে স্বর্ণ পাচার, আটক ২

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত হয়েছে
স্বর্ণ পাচারের সময় দুইজনকে আটক করে পুলিশ। ছবি: MAX TV BD

স্বর্ণ গলিয়ে বেল্টের বকলেস ও হাতের ব্রেসলেট বানিয়ে পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) সকালে খুলনা নগরীর সাচিবুনিয়া মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মহব্বত পাড়া এলাকার বাবলু ধর এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার বণিকপাড়া এলাকার রতন মানিকের ছেলে নয়ন মানিক।

বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। তিনি জানান, সকাল ৮ টার দিকে ইমাদ পরিবহনের একটি গাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। আমাদের কাছে তথ্য ছিল ওই পরিবহনে দু’জন যাত্রী স্বর্ণ পাচারের জন্য সাতক্ষীরা যাচ্ছে। সাচিবুনিয়া মোড় চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় দু’জন যাত্রীর আচরণ সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসা করলে তারা বিষয়টি অস্বীকার করে। একপর্যায়ে এক্সরে করার কথা বললে তারা দু’জনের কোমরের বেল্টে সোনার বকলেস এবং সোনার ব্রেসলেটের কথা স্বীকার করে।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে পাচারকারীরা স্বীকার করেছেন তারা নিজেরা স্বর্ণ গলিয়ে কোমরের বেল্টের বকলেস তৈরি করে। কেউ যাতে বুঝতে না পারে, এজন্য ওই বকলেসের ওপর তারা রূপার রং করে দেয়। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর