শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ জনপ্রিয় গায়ক, জানা গেল নেপথ্যের কারণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত হয়েছে
এলটন জন। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন গায়ক এলটন জন। তার জনপ্রিয় গানগুলো যেন পুরোনো হওয়ার নয়। গান দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি তবে ভালো নেই এই গায়ক। দৃষ্টিশক্তি হারিয়ে তিনি এখন অন্ধ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায় এই গায়কের সংগ্রাম নিয়ে।  এলটন জন রোববার (১ ডিসেম্বর)  লন্ডনের ওয়েস্ট এন্ডের ডোমিনিয়ন থিয়েটারে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা: দ্য মিউজিকাল’ শো-এর প্রিমিয়ারের পরে একটি আবেগঘন বক্তৃতা দেয়া দিয়েছেন। এ সময় তিনি অন্ধত্ব নিয়ে ভয়ংকর অভিজ্ঞতার কথা বলেছেন।

শ্রোতাদের উদ্দেশ্যে জন বলেন, আপনারা অনেকেই হয়তো জানেন অনেকদিন ধরে আমার চোখে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। আমি আমার নিজের পারফর্মেন্স দেখতে পারিনি ঠিকই কিন্তু উপভোগ করেছি।

জন আরও বলেন, আমার সঙ্গী সবসময় আমার পাশে ছিল। তিনি সবসময় আমাকে মনোবল যুগিয়েছেন। একটি ভয়াবহ ইনফেকশনের কারণে আমার চোখের দৃষ্টি এখন একেবারেই শেষ হয়ে গেছে। আমি কিছুই পড়তে পারি না, কিছুই দেখতে পাই না। এটা এক ভয়াবহ অভিজ্ঞতা। দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য এখনো চিকিৎসা চলছে। চিকিৎসকরা জনাইয়েছে এ জন্য অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন। নিজের দৃষ্টি শক্তি ফিরে পেতে আমি  ভীষণ আশাবাদী।

জনের এই দৃঢ় মনোভাবের প্রশংসা করেছেন ভক্তরা। দৃষ্টিশক্তি হারালেও গান নিয়েই মেতে আছেন জন। একের পর এক পারফরমেন্সও করছেন তিনি যা জনের ভক্তদের মুগ্ধ করছে।

প্রসঙ্গত, শৈশব থেকেই গানের সঙ্গে যুক্ত ছিল ছিলেন এলটন জন। তিনি সম্মানজনক গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন ছয়বার। তার জনপ্রিয় গানের মধ্যে আছে অ্যাকরোস দ্য রিভার, অ্যামি, দ্য বিগ বিকচার, গড নেভার কাম দেয়ারসহ শতাধিক গান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর