ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) সকালে শ্রীনগর উপজেলার হাঁসাড়া স্কুল গেটের পশ্চিম পাশের সার্ভিস লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে খবর দেয়া হয় পুলিশকে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।