চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে মো. মামুন (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। রোববার (১ ডিসেম্বর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এই ঘটনা ঘটে।
নিহত মামুন সরফভাটা এলাকার মেহের বাপের বাড়ির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে হাসপাতালে ছয়জন রোগী আনা হয়। যাদের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে এবং একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে সরফভাটা মেহের বাপের বাড়ির সঙ্গে তিন পাড়ার মধ্যে উত্তেজনা বিরাজ করে। রোববার এর সমাধান বৈঠকে দুই এলাকার লোকজন বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে এই দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। ধারাল অস্ত্রের সাহায্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি জানালেও কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।