গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাস মালিক ইলিয়াস কাজী (৫৫)। তিনি পেশায় একজন বাস মালিক। অপরজন যশোর জেলার মনিরামপুরের মাসুম মিয়া (৪৫)।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর আহত ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ইলিয়াস কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।