শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

এ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর খেলবেন না সালাহ!

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

লিভারপুলে নিজের ভবিষ্যত নিয়ে বেশ কিছুদিন ধরেই শঙ্কায় রয়েছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সে কারণেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে  ২-০ গোলে জয়ের পর সালাহ জানিয়েছেন এ্যানফিল্ডে সিটির বিপক্ষে হয়তো আর তার খেলা হবে না।

সালাহর এ্যাসিস্টে রোববার (১ ডিসেম্বর) কোডি গাকপোর গোলে লিড নেয় লিভারপুল। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেছেন সালাহ নিজেই।

এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটিকে ১১ পয়েন্টে সুস্পষ্ট ব্যবধানে পিছনে ফেলে আর্সেনালের থেকে নয় পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান শক্তিশালী করেছে লিভারপুল।

ম্যাচ শেষে ভবিষ্যত নিয়ে কথা বলতে গিয়ে সালাহ স্বীকার করেছেন হয়তোবা সিটির বিপক্ষে এটাই এ্যানফিল্ডে তার শেষ ম্যাচ। এ মৌসুমের শেষে লিভারপুলের সঙ্গে তার চুক্তি শেষ হতে যাচ্ছে। এখনো নতুন কোন চুক্তির বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি।

স্কাই স্পোর্টসকে সালাহ বলেছেন, ‘সত্যি কথা বলতে কি সবকিছু আমার হাতে নেই। কিন্তু এখনো পর্যন্ত লিভারপুলের জার্সিতে সিটির বিপক্ষে এ্যানফিল্ডে এটাই আমার শেষ ম্যাচ। সে কারণেই ম্যাচটিকে উপভোগ করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। স্টেডিয়ামের পরিবেশ বরাবরের মতই দুর্দান্ত ছিল। আর তাই প্রতিটি সেকেন্ড দারুন উপভোগ করেছি। আশা করছি লিগে জয়ী হতে পারবো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’

এনিয়ে আটদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মত সালাহ তার ভবিষ্যত নিয়ে গণমাধ্যমে কথা বললেন। গত সপ্তাহে সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচটির পরও তিনি কথা বলেছিলেন। সেন্ট মেরিস স্টেডিয়ামে জয়ের পর সালাহ বলেছিলেন, ‘আমরা প্রায় ডিসেম্বর মাসে পা দিয়ে ফেলেছি। কিন্তু এখনো ক্লাবে থাকার ব্যপারে কোন প্রস্তাব আমি পাইনি। সম্ভবত এবারই ক্লাব ছেড়ে চলে যেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে আমি এই ক্লাবে আছি। অন্য কোন ক্লাবের সঙ্গে এর তুলনা হয় না। কিন্তু দিনের শেষে সবকিছু আমার বা সমর্থকদের হাতে থাকেনা। অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই।’

২০২২ সালের জুনে ক্লাবের সর্বোচ্চ আয়ে সর্বশেষ লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন সালাহ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর