সিরিয়ার সরকার বাহিনীকে সহযোগিতা করতে রাতভর ইরাক থেকে সিরিয়াতে প্রবেশ করেছে ইরানপন্থী মিলিশিয়া বাহিনী। সিরিয়ান সেনাবাহিনীর দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া
সিরিয়ান সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইরান সমথিত ইরাকি বাহিনী হাশদ আল-শাবি আল বুকামাল সীমান্ত দিয়ে সিরিয়াতে প্রবেশ করেছে।
সূত্রটি আরও জানায়, সিরিয়ার উত্তরে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই রত সরকারি বাহিনীকে সহযোগিতার করার জন্য এসব মিলিশিয়া বাহিনী যোগ দিচ্ছে। মিলিশিয়া বাহিনীর মধ্যে ইরাকের কাতাইব হিজবুল্লাহ এবং ফাতেমিয়ুন গোষ্ঠীর সদস্যরা রয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে ইরান হাজার হাজার শিয়া মিলিশিয়া বাহিনী দেশটিতে পাঠিয়েছিল। এছাড়া রাশিয়া তার বিমান বাহিনী ব্যবহার করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিদ্রোহীদের দমন করে অধিকাংশ জায়গা পুনরুদ্ধার করে।
দুটি সামরিক সূত্র জানিয়েছে, পর্যাপ্ত সেনা না থাকায় বিদ্রোহীদের সঙ্গে টিকে থাকা সম্ভব হচ্ছে না। ফলে আলেপ্পো শহর থেকে সরকারি বাহিনী সরে যেতে বাধ্য হয়েছে। তবে ইরান সমথিত হিজবুল্লাহ আলেপ্পোর বিভিন্ন স্থানে শক্ত অবস্থান নিতে শুরু করেছে।
সম্প্রতি ইসরায়েল সিরিয়াতে ইরানের ঘাঁটি লক্ষ্য করে হামলা জোরদার করেছে। অন্যদিকে লেবাননেও তারা ব্যাপক হামলা চালিয়েছে। ফলে হিজবুল্লাহ কার্যতভাবে দুর্বল হয়ে পড়েছে।