রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

আমাদের আকাশে কালো মেঘ ঘোরাফেরা করছে : জামায়াত আমির

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার পঠিত হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : Max tv bd

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আকাশে কালো মেঘ ঘোরাফেরা করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তায়ালা এই দেশে আমাদের পয়দা করেছেন। দেশের জন্য জীবন দেব তবুও দেশের একমুঠো মাটি কাউকে দেব না।

রোববার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা মানুষকে ভালোবাসে না, মানুষকে ধোঁকা দিয়ে সম্পদ লুণ্ঠন করে তারা ডাকাত। এরা মানুষকে গুম করে, খুন করে। আমরা তাদেরকে চিনি। তাদের নাম বলে আমার মুখ নাপাক করতে চাই না।

তিনি বলেন, ২০২৪ সালে আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়েছেন। প্রায় ২৪ হাজার লোক বন্দি হয়েছে। হাত ও পা কাটা গেছে। মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অবশ হয়ে পড়ে আছে। তারা এমনি এমনি জীবন দেয়নি। তারা দুই ডানা মেলে বলেছিল, বুক পেতেছি গুলি কর। এরা মানুষ নামে বাঁচতে চায়, এরা বাংলাদেশকে এগিয়ে নিতে চায়।

জামায়াত আমির বলেন, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়, মানবিক বাংলাদেশ গড়তে চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। এদের সঙ্গে আমরা একমত, এরা আমাদের সম্পদ। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই দেশে পুরুষ কিংবা নারী চলাচলের পথে সব জায়গায় নিরাপদে থাকবে।

গৌরনদী উপজেলা জামায়াত আমির মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন শিকদার, বরিশাল জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

বক্তব্য রাখেন, আগৈলঝাড়ার উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর