রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে সোমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত হয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে অব্যাহতভাবে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা রকম বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে। একটি ‘বিশেষ মহলের’ এমন অপপ্রয়াসের জেরে সাম্প্রতিক সময়ে একধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকায় কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

জানা যায়, ব্রিফিংয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচারের জেরে সৃস্ট অস্থিরতার বিষয়টি তুলে ধরা হবে। সেই সঙ্গে গ্রেপ্তার পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, ইসকনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহের বিষয়েও সরকারের অবস্থান বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরা হবে।

সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় ওই ব্রিফিংয়ে বাংলাদেশে বিদেশি কূটনীতিক মিশনগুলোর প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সরব রয়েছে। এক সপ্তাহের বেশি সময়জুড়ে ইসকন ইস্যুটি সামনে এসেছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের গত সপ্তাহের এক আলোচনায় এসেছে সংখ্যালঘু নির্যতানের প্রসঙ্গটি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর