রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

সাদপন্থিদের বিচারের দাবিতে উলামা মাসায়েখের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত হয়েছে
সাদপন্থিদের বিচারের দাবিতে উলামা মাসায়েখের সংবাদ সম্মেলন। ছবি : Max tv bd

টঙ্গীর বিশ্ব ইজতেমা ২০১৮ সালের ১ ডিসেম্বর সাদপন্থিদের উচ্ছৃঙ্খল সাথী কর্তৃক তাবলিগি সাথী ভাই, উলামা মাশায়েখ এবং ছাত্রদের উপর হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উলামা মাসায়েখ বাংলাদেশ।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলন করেন তারা।

মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর উপস্থাপনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা আমানুল হক।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা লোকমান মাজহারী প্রমুখ।

নেতাকর্মীরা বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা ২০১৮ সালের ১ ডিসেম্বর শান্তিপূর্ণ অবস্থানে তাবলিগি সাথী ভাইদের উপর নৃশংস হামলা চালায় বিতর্কিত মাওলানা সাদের অনুসারীরা। এতে গাজীপুরের তৎকালীন পুলিশ কমিশনার প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

নেতাকর্মীরা বলেন, সাদপন্থিরা সেদিন নামাজে সেজদারত অবস্থায় লোহার রড দিয়ে পিটিয়ে আমাদের সাথী ভাইদের আহত করে, মসজিদ-মাদ্রাসা ভাঙচুর করে। ইজতেমার ময়দানে ছোট ছোট কোমলমতি ছাত্রদের ধরে ধরে নদীতে ছুড়ে মারে। আমরা পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পুলিশ কমিশনার বেলালসহ জড়িত সব দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, এমন লোমহর্ষক একতরফা হামলার ঘটনাকে ওই সময় মিডিয়াগুলোতে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে উল্লেখ করা হয়। আমরা সে সময়ও এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছি এবং আজকেও জানাচ্ছি। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা সঠিকভাবে উদঘাটনের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর