টঙ্গীর বিশ্ব ইজতেমা ২০১৮ সালের ১ ডিসেম্বর সাদপন্থিদের উচ্ছৃঙ্খল সাথী কর্তৃক তাবলিগি সাথী ভাই, উলামা মাশায়েখ এবং ছাত্রদের উপর হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উলামা মাসায়েখ বাংলাদেশ।
রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলন করেন তারা।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা লোকমান মাজহারী প্রমুখ।
নেতাকর্মীরা বলেন, সাদপন্থিরা সেদিন নামাজে সেজদারত অবস্থায় লোহার রড দিয়ে পিটিয়ে আমাদের সাথী ভাইদের আহত করে, মসজিদ-মাদ্রাসা ভাঙচুর করে। ইজতেমার ময়দানে ছোট ছোট কোমলমতি ছাত্রদের ধরে ধরে নদীতে ছুড়ে মারে। আমরা পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পুলিশ কমিশনার বেলালসহ জড়িত সব দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, এমন লোমহর্ষক একতরফা হামলার ঘটনাকে ওই সময় মিডিয়াগুলোতে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে উল্লেখ করা হয়। আমরা সে সময়ও এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছি এবং আজকেও জানাচ্ছি। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা সঠিকভাবে উদঘাটনের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।