শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘পুষ্পা ২-দ্য রুল’ (ভিডিও)

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত হয়েছে
মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘পুষ্পা ২-দ্য রুল’

পুষ্পা ২-দ্য রুল সিনেমাটির ট্রেলার দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম কিস্তি আল্লু অর্জুনের ভক্তরা অপেক্ষায় ছিলেন দ্বিতীয় কিস্তি কবে আসবে তার। সবাই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষায় ছিলেন মুক্তি পাবে সিনেমাটি। অবশেষে আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা ২-দ্য রুল’।

এরই মধ্যে সিনেমাটি মুক্তির আগেই গড়ে ফেলেছে রেকর্ড। চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ১২০০০ স্ক্রিনে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। যেটি খুব একটা দেখা যায় না।

শুক্রবার (২৯ নভেম্বর) পুষ্পা-২ এর প্রধান অভিনেতা আল্লু অর্জুন এক ইভেন্টে জানান, এই ছবিটি বিশ্বজুড়ে ১২০০০ স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে। যার মাধ্যমে ছবিটি রেকর্ড গড়তে যাচ্ছে।

এদিকে গতকাল শনিবার থেকে সিনেমাটির প্রি-বুকিং শুরু হয়েছে এবং ছবিটি দর্শক চাহিদার শীর্ষে থাকায় খুব তাড়াতাড়িই হলের শোগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। সিনেমাটি শুধু অন্যান্য দেশেই না, ভারতেও ইতোমধ্যে গড়েছে রেকর্ড। মুম্বাইয়ের গায়েটি-গ্যালাক্সি সিনেমা কমপ্লেক্সে প্রতিদিন ১৮টি শো চলবে এই সিনেমার জন্য। যা এই সিনেমা হলের ৫২ বছরের ইতিহাসে প্রথমবার ঘটতে যাচ্ছে।

পুষ্পা ২-দ্য রুল এই সিনেমা কমপ্লেক্সের ছয়টি স্ক্রিনে প্রদর্শিত হবে। সেগুলো হলো- গায়েটি, গ্যালাক্সি, জেমিনি, গসিপ, জেম এবং গ্ল্যামার। অতীতে এই সিনেমা কমপ্লেক্সের সব কয়টি স্ক্রিনে একযোগে সিনেমা চলেনি। তবে এটিই প্রথমবার যে ছয়টি স্ক্রিনে একযোগে একটিমাত্র সিনেমা প্রদর্শিত হবে।

এই সিদ্ধান্তটি মূলত অন্য সিনেমার অভাব এবং পুষ্পা ২-দ্য রুলের ২০০ মিনিটের রানটাইমের কারণে নেওয়া হয়েছে। যার ফলে প্রতি সিনেমা হলে তিনটি শো আয়োজন করা সম্ভব হবে এবং প্রথমবারের মতো গায়েটি-গ্যালাক্সি সিনেমা কমপ্লেক্সে টিকিটের মূল্য ২০০ রুপি রাখা হয়েছে, এটি আগে কখনোই এত বেশি ছিল না। গায়েটি এবং গ্যালাক্সিতে স্টল টিকিটের দাম রাখা হয়েছে ১৮০ রুপি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর