ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ধানক্ষেত থেকে পাওয়া কঙ্কালটি উদ্ধার করে পুলিশ সেটি ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাদি বলেন, কঙ্কালটি দেখে মনে হয়েছে মাসখানেকের বেশি সময় ধরে এটি এখানে। এটি হত্যা ভেবেই আমরা নিয়মিত মামলার প্রস্তুতি নিয়েছি। কঙ্কালটি উদ্ধার করে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।