শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় উপর্যুক্ত ক্ষেত্র হলো খেলার মাঠ: হাবিপ্রবি উপাচার্য

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত হয়েছে
৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য ড. মো. এনামউল্যা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম কাজ হলো একাডেমিক পড়াশোনা, আর দ্বিতীয় কাজটি হলো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ। একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক সব বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খেলাধুলায় একজন প্লেয়ারের সঙ্গে আরেকজন প্লেয়ারের কোন বৈষম্য থাকে না। অর্থাৎ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার উপর্যুক্ত ক্ষেত্র হলো খেলার মাঠ। এটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার একটি অন্যতম উপকরণ।

হাবিপ্রবি’র জিমনেশিয়ামে রোববার (১ ডিসেম্বর) বিকেল ৫ টায় উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। এতে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের, প্রক্টর, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, সহকারী প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে খেলতে হয়, তাই এর ফলে মস্তিষ্কের বিকাশ ঘটে। সকলকে সহনশীলতার সাথে খেলায় অংশগ্রহণের আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। প্রসঙ্গত, আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় অনুষদভিত্তিক বিভিন্ন দল অংশগ্রহণ করবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর