শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

বাংলাদেশি হিন্দুদের জন্য ভারতের দরজা খোলা : বিজেপি নেতা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত হয়েছে
দিলীপ ঘোষ

বাংলাদেশের সংখ্যালঘুরা উদ্বাস্তু হয়ে ভারতে গেলে তাদের জন্য দেশের দরজা খোলা রাখা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধ্যায় তিনি বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে গাইঘাটায় এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের হিন্দুরা আক্রান্ত হলে তাদের জন্য ভারত দরজা খোলা রাখবে। বাংলাদেশি হিন্দুরা আবার উদ্বাস্তু হলে তাদের জন্য এদেশের দরজা খোলা থাকবে। তবে আমরা চাই বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশেই সম্মানের সঙ্গে বসবাস করুক।প্রসঙ্গত, ২০১৯ সালের প্রথমবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়ে লোকসভায় যান দিলীপ ঘোষ। সেই বছরের শেষের দিকে সংসদে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন পাস হয়। এতে বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারের জেরে ভারতে এলে তাদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে। ওই আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর