বাসার কেউ কর্মস্থলে, কেউ বা স্কুলে। আর এমন সুযোগের সদ্ব্যবহার করে প্রায় সাড়ে ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে একদল চোর। রোববার (১ ডিসেম্বর) দিনে দুপুরে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জ পৌরসভার পাঁচুড়িয়া এলাকার আনওয়ার হোসেন মজুমদারের বাসায়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মির সাজেদুর রহমান জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।