শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

পতাকার চেয়ে বড় ফেলানির বুক, তাক করেছিল কার বন্দুক? কবীর সুমনের প্রশ্ন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত হয়েছে
কবীর সুমন। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গানের পাশাপাশি তিনি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বাদ যায় না বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিও। তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়েও বারবারই সরব। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশের নানা ঘটনা নিয়ে নিজের মত দেন। কখনো সমসাময়িক পরিস্থিতি নিয়ে লিখেছেন, কখনো–বা সেটা তুলে ধরেন গানের লাইনে। এমনকি জুলাইয়ের অভ্যুত্থান–পরবর্তী সময়েও নানা বিষয় নিয়েও কথা বলেছেন তিনি।

অন্যদিকে,পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে গতকাল রাত থেকেই চর্চা হচ্ছে অন্তর্জালে। সরাসরি না লিখলেও বোঝা যাচ্ছে, তিনি কবিতাটি লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে। কবিতার প্রতিবাদে ফেসবুকে গতকাল রাত থেকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের অনেক লেখক, কবি ও শিল্পী। সে ধারাবাহিকতায় শনিবার (৩০ নভেম্বর) কবীর সুমন ফেসবুকে একটি কবিতা লিখে নানান প্রশ্ন করেছেন। কাঁটাতারের সীমান্তে ফেলানীকে হত্যার বিষয়টিও উঠে এসেছে।

কবীর সুমন লিখেছেন, কতগুলো উজবুক পতাকা মাড়ালো বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো। পতাকার চেয়ে বড় ফেলানির বুক, সেটা তাক করেছিল কার বন্দুক। কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার, দেশের বুলেট দেশপ্রেমের খামার।

তিনি আরও খেন, কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার, কোথায় রইল ঝুলে ফেলানি আমার।পরের জন্মে মেয়ে আমি আর তুমি ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাবো ভূমি।আমার সঙ্গে গান গাইবে তুমিও গাইবে অন্য কোনওজন্মভূমিও।

কবীর সুমন শেষে আরও লিখেছেন, পরের জন্মে যে ফেলানির বাবা হবে আর আবু সঈদের মতো ঘাতকের সামনে বুক পেতে দেবে। জয় ভালবাসা।

সুমন এই লেখায় কারও নাম নেননি তবে অনেকেই মনে করছেন তিনি মূলত এটি লিখেছেন শ্রীজাতকে উদ্দেশ্য করেই। পোস্টের কমেন্ট ঘরে সেটা লিখেছেন অনেক অনুসারী।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে কবীর সুমনের আরেকটি ফেসবুক পোস্ট করেছেন রোববার (১ ডিসেম্বর) সকালে। ছবি: সংগৃহীত

তিনি আরও লিখেছেন, কারা করে কার অপমান প্রিয়া কতগুলো উজবুক,আদরে আদরে এঁকে দেবো চলো সবার দেশের মুখ। ভুলে যাই কেন একজন ক্রুশে ঝুলেছেন একা একা। সকলের হয়ে, চলো প্রিয়তমা, যদি পাই তার দেখা। তিনি বলবেন এসো হাত ধরো,শত্রুতা ভুলে যাও।পতাকার চেয়ে ভালবাসা বড় প্রেমের গানটা গাও।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর