শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

ঘুষ কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম আদানি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত হয়েছে
আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। ছবি : সংগৃহীত

মার্কিন কর্তৃপক্ষের ঘুষের অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। তিনি জানান, তার প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। খবর রয়টার্সের

ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও সাতজনের বিরুদ্ধে সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের একটি আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, সাড়ে ২৬ কোটি ডলারের বেশি ঘুষ দিয়ে একটি প্রকল্প হাতিয়ে নিতে চেয়েছিল আদানি গ্রুপ। ভারতের বৃহত্তম এই সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার মুনাফা হতো তাদের।

ঘুষ ও প্রতারণা ছাড়াও ২০২৩ সালে মার্কিন তদন্ত সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও জনসাধারণের উদ্দেশে বিভ্রান্তিকর বিবৃতি দেয়ার বিষয়ও পরে যোগ করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে আদানি গ্রুপ। তবে আদানি গ্রুপ কথা বললেও এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম আদানি।

শনিবার (৩০ নভেম্বর) ভারতের জয়পুরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আদানি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে আমরা যুক্তরাষ্ট্র থেকে আদানি গ্রীন এনার্জির নিয়ন্ত্রক চর্চা নিয়ে কিছু অভিযোগের মুখোমুখি হয়েছিলাম। এটি প্রথমবার নয় যে আমরা এমন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আপনাদের বলতে পারি, প্রতিটি আক্রমণ আমাদের আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি বাধা আদানি গ্রুপকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার সোপান হয়ে ওঠে।

তিনি বলেন, আজকের পৃথিবীতে নেতিবাচকতা সত্যের চেয়ে দ্রুত ছড়ায়। আমরা যখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, আমি আবারও নিশ্চিত করতে চাই যে আমরা বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা মেনে চলার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর