রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

গ্রেনেড হামলা মামলার রায়ে মির্জা ফখরুলের বিবৃতি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত হয়েছে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি উচ্চ আদালত থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে রায় প্রকাশের পর এক বিবৃতিতে এ স্বস্তি প্রকাশ করেন তিনি। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।

তিনি বলেন, ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।

এই রায়ে বিএনপি মহাসচিব শুকরিয়া আদায় করে সারা দেশে দলীয় নেতাকর্মীদের প্রতি মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য আহ্বান জানান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর