শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

লক্ষ্য পূরণে অনেকখানি সফল হয়েছি : শাকিব খান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত হয়েছে
লক্ষ্য পূরণে অনেকখানি সফল হয়েছি : শাকিব খান

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘রিমার্ক-হারল্যান ডে’। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াও, কোম্পানির করপোরেট অফিস ও মুন্সীগঞ্জের গজারিয়ার ফ্যাক্টরি প্রাঙ্গণে একযোগে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

এতে অংশ নেন রিমার্ক-হারল্যানের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আম্বিয়া, রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান, রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, চিত্রনায়ক মামনুন হাসান ইমন, দর্শকনন্দিত চিত্রনায়ক সিয়াম আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যরা।

‘রিমার্ক-হারল্যান ডে’ উপলক্ষে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান বলেন, ‘যে লক্ষ্য নিয়ে রিমার্ক-হারল্যান যাত্রা শুরু করেছিল, তা পূরণে অনেকখানি সফল হয়েছি এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আজ রিমার্ক-হারল্যান ডে উপলক্ষে এই আনন্দ আয়োজনে আমি রিমার্ক-হারল্যানের সব শুভানুধ্যায়ীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এভাবেই সবার ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।’

‘রিমার্ক-হারল্যান ডে’ উপলক্ষে হোটেল শেরাটনে আয়োজিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে দেশের সব অঙ্গনের তারকাদের বর্ণিল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট জগতের সুপারস্টার খালেদ মাহমুদ সুজন এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা আসিফুল বিলাশ ও সাইফুল আমিন। আরও ছিলেন পূজা চেরি, কোনাল, মিম মানতাশা, রুকাইয়া জাহান চমক, ইরফান সাজ্জাদ, প্রার্থনা ফারদিন দীঘি, সেমন্তি সৌমি, তাহিয়া খান আয়েশা, নাবিলা ইসলাম, সারিকা সাবার মতো মিডিয়া ও সংগীত জগতের জনপ্রিয় সব তারকা।

রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, ‘দেশ ও দেশের বাইরে অথেনটিক পণ্য ছড়িয়ে দিতে রিমার্ক-হারল্যানের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত। সূচনালগ্ন থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রিমার্ক-হারল্যান, আর সময়ের সঙ্গে দেশের উন্নয়নে রিমার্ক-হারল্যান আরও বলিষ্ঠ ভূমিকা রেখে এগিয়ে যাবে বলে আমি মনে করি।’

উল্লেখ্য, রিমার্ক-হারল্যান বাংলাদেশে বিশ্বমানের কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোম কেয়ার, বেবি কেয়ার এবং পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী একটি বহুজাতিক প্রতিষ্ঠান যা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ-সুবিধা পেতে পারে তাই রিমার্ক-হারল্যানের লক্ষ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর