শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

ঐক্য ধরে রাখতে জাতীয় সংলাপ জরুরি : ড. কামাল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত হয়েছে
ড. কামাল হোসেন। পুরোনো ছবি

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে জাতীয় সংলাপ জরুরি বলে মন্তব্য করেছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া ও সার্বিক সহযোগিতা করা সব রাজনৈতিক দল এবং জনগণের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে যে জাতীয় ঐক্যমত গড়ে উঠেছে, তা শেষ পর্যন্ত ধরে রাখা প্রয়োজন। এ জন্য গণতন্ত্রমনা সব রাজনৈতিক দল, ব্যক্তি ও নাগরিক সমাজের মধ্যে জাতীয় সংলাপ জরুরি।

বর্তমান পরিস্থিতিতে গণফোরামের নেতাকর্মীরা সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করবেন বলে আশা প্রকাশ করেন ড. কামাল।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা আবারও প্রমাণ করেছে- এই দেশ কোনো স্বৈরশাসকের নয়, এই দেশ জনগণের।

সম্মেলনে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর