চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। ওই শিক্ষার্থীর নাম শুভ কান্তি দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা শুভ কান্তি দাশের ফেসবুক স্ট্যাটাসের পাশাপাশি মঙ্গলবারের ঘটনার সময় সেখানে উপস্থিতি নিয়ে নানা ছবি প্রশাসন বিভাগে জমা দেয়। এসব দেখিয়ে শিক্ষার্থীরা দাবি জানায় তাকে বহিষ্কার করতে হবে। একপর্যায়ে আইন বিভাগের শিক্ষার্থীরা বুধবার সব ক্লাস বর্জন করে। এরপর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে শুভ কান্তি দাশকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।