শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

ফিটনেস পরীক্ষায় ‘পাস’ তামিম

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত হয়েছে
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

লম্বা সময় ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। আসন্ন জাতীয় লিগের (এনসিএল) সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচটিতে মাঠে ফেরার ইচ্ছে তার। সেজন্যই দিতে হয়েছিল ফিটনেস পরীক্ষাও। জানা গেছে, ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তামিম। এনসিএলে খেলতে আর কোনো বাধা রইল না তার।

এনসিএল সামনে রেখে ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন তামিম। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তিনি ফিটনেস পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন। এনসিএলে খেলতে আর কোনো বাধা নেই।

প্রিমিয়ার লিগের পর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তামিম। তবে সর্বশেষ কয়েক সপ্তাহ অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে। এবার ফিটনেস পরীক্ষাতেও উতরে গেছেন সহজেই। আগামী ১২ ডিসেম্বর থেকে সিলেটে হতে যাওয়া আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে দেখা যাবে বাঁ হাতি এই ওপেনারকে।

বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। ঘরোয়া পর্যায়ের সবচেয়ে বড় টুর্নামেন্টের আগে তাই প্রস্তুতি হিসেবে এনসিএলকে বেছে নিয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে দেখা যাবে অভিজ্ঞ এই ওপেনারকে। এরপর বিপিএলেও দেখা মিলবে তার।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর