সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

হাটে অতিরিক্ত টোল আদায় প্রশাসন নির্বিকার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫ বার পঠিত হয়েছে

হাটে অতিরিক্ত টোল আদায় প্রশাসন নির্বিকার

রানীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কাতিহার গরু-মহিষ হাটে বন্ধ হচ্ছে না অতিরিক্ত টোল আদায়। অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর থেকে সারা দেশে অতিরিক্ত টোল, চাঁদাবাজী, বিভিন্ন অনিয়ম বন্ধ হলেও বন্ধ হচ্ছে না রাণীশংকৈল উপজেলার কাতিহার গরু—মহিষ হাটের অতিরিক্ত টোল আদায়। শনিবার ৩১ আগষ্ট সরে জমিনে গিয়ে দেখা যায়, গরু প্রতি ২৩০ টাকা নেওয়ার প্রশাসনিক নির্দেশনা থাকলেও নেওয়া হচ্ছে ৩০০ টাকা। গরু প্রতি ৭০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। জানা গেছে, গত ১২ মে এ বিষয়ে স্থানীয় আঃ রাজ্জাক, মানিক সহ ৭ জন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার মিলেনি। গরু ব্যপারী আশির উদ্দিন জানান কোরবানি হাট চলাকালীন সময়ে অতিরিক্ত ৫০০ টাকা টোল আদায়ের দায়ে ভ্রম্যমাণ আদালতে ১ লাখ ৫০ টাকা জরিমানা করা হয়েছিল তবুও থামেনি এই অনিয়ম, ব্যাপারী মাহামুদ আলী জানান এই হাটে কোন দিন সরকারি নিয়মে টোল নেওয়া হয়নি, প্রশাসন এসে জরিমানা করে চলে যাওয়ার পরেই আবার অতিরিক্ত টোল নেয়া শুরু করে। বারবার জরিমানার পরেও থামেনি এই অনিয়ম। এবিষয়ে ইজারাদারের সাক্ষাৎকার চাইতে গেলে ইজারাদার লিয়ন ও বাবু কোন সদোত্তর না দিয়ে সাংবাদিকের উপর ক্ষিপ্ত হন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, নির্ধারিত টোলের চেয়ে বেশি নেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর