বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মেয়েলি কণ্ঠে ফেসবুকে প্রতারণা করে আটক যুবক ।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ বার পঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে মেয়েলি কণ্ঠে ফেসবুকে প্রতারণা করে আটক যুবক ।
মোঃ মজিবর রহমান শেখ,
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় নারীর পরিচয় দিয়ে কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ঠাকুরগাঁও জেলায় আজিম খান বিদ্যুৎ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে তাকে আটক করা হয়। বিষয়টি দুপুরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
আটক আজিম খান বিদ্যুৎ ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিতপুর এলাকার আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেক ফেসবুক আইডি খুলে বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করে মেয়ের কণ্ঠে সম্পর্ক তৈরি করতো বিদ্যুৎ। এক পর্যায়ে সেই ব্যক্তিদের আপত্তিকর ভিডিও তৈরি করে ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভাইরালের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। বিষয়টি ঠাকুরগাঁও জেলা পুলিশ অবগত হলে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে আজিম খান বিদ্যুৎকে তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়। পরে তার থেকে ভারতীয় সিম ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় তিনি জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেন।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর