ঠাকুরগাঁওয়ে অবৈধ ধান চাল মজুদ রাখার অভিযোগে ২টি অটো রাইসমিল মালিককে ১লাখ টাকা জরিমানা !
মোঃ মজিবর রহমান শেখ,
অবৈধভাবে ধান চাল মজুদ রাখার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলা মেসার্স মাছরাঙ্গা ও মেসাস জে এস সহ ২টি অটো রাইসমিল মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করে।
ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের সাথে নিয়ে সম্প্রতি গত ২২ জানুয়ারি সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত মেসার্স মাছরাঙ্গা অটোরাইস মিল মালিক প্রবন প্রসাদ আগরওয়ালা ও রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসাস জেএস এর মিল মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ধান-চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মজুদ বিরোধী আইন এরই মধ্যে পাস হয়েছে, দ্রুত বিধি প্রণয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে ধান চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়, যা অব্যাহত থাকবে। এভাবে প্রতিনিয়ত ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় অভিযান পরিচালনা করলে জনগণের অনেক উপকার হবে বলে সাধারণ মানুষ সরকারকে ধন্যবাদ জানান , অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, কারিগরি খাদ্য পরিদর্শক হারুন অর রশিদ সহ অন্যান্য কর্মকর্তা।
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪