ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে ৪০পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা সহ ৬ জন আসামী আটক এবং ৮টি ওয়ারেন্ট নিষ্পত্তি !
মোঃ মজিবর রহমান শেখ,
সম্প্রতি গত ৬ ডিসেম্বর বুধবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৪০ (চল্লিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ৬ জন আসামী আটক করা হয়। পৃথক পৃথক তিনটি ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক ৪০ (চল্লিশ) পিচ ট্যাপেন্টাডোল উদ্ধার সহ ৪ জন আসামীকে আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ১২ নং- সালন্দর ইউপি অন্তর্গত আরাজী কৃষ্ণপুর মৌজাস্থ কালীতলা বাজারের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ আজিজ ইসলাম এর বন্ধ ফার্নিচার দোকানের সামনে গড়েয়াগামী পাকা রাস্তার উপর থেকে ১৫ (পনের) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধাসহ আসামী মোঃ বেলাল ইসলাম (৩০), পিতা- মোঃ ফয়জুল ইসলাম (মিস্ত্রী), স্থায়ী: গ্রাম- জগন্নাথপুর বারোপাড়া, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও কে আটক করা হয়। ১২ নং –সালান্দর ইউপির অন্তর্গত ৯ নং- ওয়ার্ডের কালিতলা বাজারের পার্শে আরাজী শিংপাড়া গ্রামের জনৈক ওয়াজ উদ্দিনের ধান শুকানোর চাতালের পারসে ১০ (দশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ মনতাজ আলী (৩৫), পিতা- মৃত রুস্তম আলী, স্থায়ী: (সাং-আরাজী শিংপাড়া (১৪ হাত কালিতলা), থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও কে আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক ১৭ নং- জগন্নাথপুর ইউপির অন্তর্গত ২নং- ওয়ার্ডের বারপাড়া গ্রামের অমলের মিল সংলগ্ন জনৈক মোঃ কামরুল ইসলাম এর ইউক্লিপটাস গাছের বাগানের ভিতর থেকে ১৫ (পনের) পিচ ট্যাপেন্টডোল ট্যাবলেট উদ্ধাসহ ২ (দুই) জন আসামীকে আটক করা হয়। আটককৃত আসামীদ্বয়ের নাম- মোঃ মনির ইসলাম (২৬), পিতা- মোঃ আবেদ আলী, স্থায়ী: গ্রাম- আরাজী শিং পাড়া এবং মোঃ আজাহার আলী (২৩), পিতা-মৃত গিয়াস উদ্দীন স্থায়ী: সাং-সালান্দর মাদ্রাসাপাড়া (রাম বাবুর মার্কেট সংলগ্ন), উভয় থানা- ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও। পরবর্তীতে উভয় মামলার আটক কৃত আসামীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক ৪ নং –বড়পালাশবাড়ী ইউপির অন্তর্গত কুশলডাঙ্গী বাজারের পশ্চিম পাশে বড় পারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালেয়ের প্রধান গেইট এর সামানে থেকে নেশা জাতীয় মাদক দ্রব্য ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোঃ রুবেল (২৪), পিতা- মৃত আব্দুর রউফ, মাতা- মোছাঃ শাহেদা খাতুন, স্থায়ী: গ্রাম- সোপড়া, থানা- বালিয়াডাঙ্গী, জেলা -ঠাকুরগাঁও কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৯ নং — সেনগাঁও ইউপির অন্তর্গত সির্ন্দুনা মৌজাস্থ নসিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গোদাগাড়ী হইতে নসিবগঞ্জ গামী পাকা রাস্তার উপর থেকে ১০০ (একশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ জয়নাল আবেদীন (৫৮), পিতা- মৃত তাজিম উদ্দীন, স্থায়ী: গ্রাম- দস্তমপুর, বর্তমান সাং- রঘুনাথপুর, থানা- পীরগঞ্জ (ঠাকুরগাঁও), জেলা- ঠাকুরগাঁও কে আটক করা হয়। পরবর্তীতে আটক কৃত আসামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ২ টি, পীরগঞ্জ থানা-১ টি, বালিয়াডাঙ্গী থানা- ১ টি, রাণীশংকৈল থানা-১ টি, হরিপুর থানা-২ টি এবং ভুল্লী থানা- ১ টিসহ সর্বমোট ৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪