ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে ৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ আসামি গ্রেফতার, ১০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় থানা পুলিশ কর্তৃক নেশা জাতীয় মাদকদ্রব্য ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ জন আসামী ও পীরগঞ্জ উপজেলায় থানা পুলিশ কর্তৃক ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট ১ জন আসামী গ্রেফতার, ১০টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
২৩ নভেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অত্র ঠাকুরগাঁও জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মোট ২ জন আসামী গ্রেফতার করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলায় থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৮ নং –বড় বাড়ি ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের পল্লী বিদ্যুৎ স্টেশনের পশ্চিম পাশে বালিয়াডাঙ্গী হইতে বাদামবাড়ী যাওয়ার তীরনই নদীর ব্রীজের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মৃত নুর ইসলামের ছেলে আসামী মোঃ মোহর আলী (৪২), মাতা -রমিসা খাতুন, স্থায়ী ঠিকানা – সাং-মুন্সিপাড়া ডিসি বস্তি ৮ নং -ওয়ার্ড, ঠাকুরগাঁও পৌরসভা, বর্তমান ঠিকানা-সাং-বরুনাগাও, সালন্দার ইউপি, থানা-ঠাকুরগাঁ সদর, জেলা -ঠাকুরগাঁও, কে গ্রেফতার করা হয়। পীরগঞ্জ উপজেলায় থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৯ নং — সেনগাঁও ইউপির অন্তর্গত সিন্দুর্ণা গ্রামের সরকারি আশ্রয়র প্রকল্পের ৩৩ নম্বর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার আসামী মোঃ শাহিন (২৩), পিতা-মোঃ মকবুল হোসেন,কে গ্রেফতার করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ২ টি, পীরগঞ্জ থানা- ২ টি, বালিয়াডাঙ্গী থানা- ২ টি, হরিপুর থানা- ২ টি, রাণীশংকৈল থানা- ১ টি ও রুহিয়া থানা- ১ টি সহ সর্বমোট ১০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪