সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পাকিরডাঙা জিরো পয়েন্টে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:জিএম আবু জাফর
সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙা সীমান্তের মেইন পিলার ৭ এর নিকটবর্তী স্থানে বুধবার রাত ১২ টার দিকে এক বাংলাদেশী মাদক ব্যবসায়ী ভারতীয় সীমান্তরক্ষীর বিএসএফ গুলিতে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে ফেন্সিডিলসহ মাদক পাচারের অভিযোগ রয়েছে।
ঘোনা গ্রামের অধিবাসি ইমদাদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় অবৈধপথে ভারতের পাকিরডাঙা এলাকায় ফেনসিডিল আনতে যায় ঘোনা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ইমদাদুল,একইগ্রামের নজরুল ইসলামের ছেলে এশারুল ইসলাম ও ইয়াকুব আলীর ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন।
রাত আনুমানিক ১২ টার দিকে তারা মাদক নিয়ে পাকিরডাঙা সীমান্তের ৭ নং মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়ার পর পাকিরডাঙা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হলে তার সহযোগীরা বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় হাবিবুরকে খুমেক হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে হাবিবুর রহমানের মা হামিদা খাতুনের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার রিং করলে তিনি ফোন ধরেননি।
ঘোনা ইউপি সদস্য আবুল বাসার বলেন,হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন,বিষয়টি সত্য।
সাতক্ষীরা সদর হাসপাতালের৷ জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান জানান,হাবিবের মাথা,দুই হাতসহ কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার সাহাবুদ্দিন জানান,তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। বিএসএফ রাবার বুলেট ছুঁড়তে পারে,তবে মরণঘাতি বুলেট ছোড়ার কথা নয়। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।