সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে হরিপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি মাঠে সাইকেলের হাট !

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ বার পঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে হরিপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি মাঠে সাইকেলের হাট !
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী উচ্চ বিদ্যালয় সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় মাঠে সাইকেলের হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার মান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে অভিভাবক মহল । ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় যাদুরাণী উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল মাঠে বসানো হয়েছে সাইকেলের হাট। স্কুলের অফিস রুম সহ সব কয়েকটি ক্লাশ রুমের দরজায় ঝুলছে তালা। সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় থেকে চলে গেছে শিক্ষকরা। এতে দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান ব্যহত হচ্ছে। সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো মঙ্গলবার সকাল ৯ থেকে সকাল ১১ টা পর্যন্ত ২ ঘণ্টা চলে ক্লাশ। ১১ টায় স্কুল ছুটি দিয়ে মাঠে বসানো হয় সাইকেলের হাট। যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন,বাচ্চা কাচ্চারা হরিপুরে সাঁতার খেলতে গেছে। আজ বড় হাটের দিন বাচ্চারা স্কুলে আসতে পারে না। তাই সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত স্কুল চালায়। স্কুল মাঠে বাউন্ডারির মধ্যে সাইকেলের হাটের বিষয়ে আমি জানিনা। আমি অফিসের কাজে বাইরে আছি । যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদ বলেন, স্কুল মাঠে সাইকেলের হাট কে বসিয়েছে সেটা তো আমি জানি না। যাদুরাণী হাট ইজারাদার রাজীব হোসেন বলেন, স্কুল মাঠে সাইকেলের হাট বসানোর বিষয়টি আমার জানা নাই। হরিপুর
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি আমি অফিসের লোক মুখে শুনেছি।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর