সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

বেনাপোল চেকপোষ্টে পাসপোর্ট যাত্রীর পায়ু পথ হতে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৮৪ বার পঠিত হয়েছে

 

মোঃ জমির হোসেন,স্টাফ রিপোর্টারঃ– সোমবার(২৯ মে) সকালে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন হতে ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ু পথ হতে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

বেনাপোল চেকপোষ্ট সূত্রে জানা গেছে,সোমবার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে প্রবেশ করে। ইমিগ্রেশন অভ্যন্তরে তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক দেখা দিলে সেখানে ডিউটিরত কাষ্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঐ তিন পাসপোর্ট যাত্রীকে তল্লাশী করার জন্য ইমিগ্রেশনে অবস্থিত কাষ্টমস তল্লাশী কেন্দ্রে তাদেরকে নিয়ে যায়।

বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার অফিসার আব্দুর রহিম(কাস্টমস সুপার) তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তল্লাশী পরিচালনা করার সময় সেখানে উপস্থিত ছিলেন শুল্ক গোয়েন্দা রাশেদুল, জাহাঙ্গীর ও আব্দুল হাদি। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে ঐ ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ু পথ হতে ২০পিস স্বর্ণের বার উদ্ধার করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

আসামী ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের নাম ও ঠিকানাঃ-১। রনি আহম্মেদ(৪৪) পিং-আমজেদ মোল্লা,গ্রাম:-লোহাচুড়া,থানা:-মুকসুদপুর,গোপালগঞ্জ(পাসপোর্ট নং:-ইবি০০৭৪৭৭৮।
২। মোঃ হাবিব(৩৭) পিং-মোশারফ মিয়া,গ্রাম:-বানেশ্বরদী,থানা:-নগরকান্দা,ফরিদপুর(পাসপোর্ট নং-এ০১৩২৫৮২১।
৩। মহিউদ্দিন(৩৬) পিং- মোঃ শহিদ মোল্লা,গ্রাম:- লোহাচুড়া,থানা:-মুকসুদপুর,গোপালগঞ্জ(পাসপোর্ট নং-বি০০৮৩৩৫৭২।

আসামী ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে তাদেরকে স্বর্ণ পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর