শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা ।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৪৮ বার পঠিত হয়েছে

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের ২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।২৯মে সোমবার নারগুন ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ বাজেট ঘোষনা করা হয়। ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন আ’লীগের সভাপতি সত্যেন্দ্র নাথ রায়, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, নারগুন ইউনিয়ন পরিষদের সচিব মো: মাহাবুব আলম ভূইয়া, শাপলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চক্র মোহন, নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, নারগুন সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো: সিরাজুল ইসলাম, ইউপি সদস্য নুর- নবী নুরু, আব্দুল জব্বার, আব্দুস সাত্তার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো: দুলাল হোসেন প্রমুখ। বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, কর্মচারী, মেম্বার, সংরক্ষিত আসনের মেম্বার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন নারগুন ইউনিয়ন পরিষদের সচিব মো: মাহাবুব আলম ভূইয়া। সম্ভাব্য বাজেটে ৮৭ লাখ ৯৫ হাজার টাকা আয়-ব্যয় ধরে মোট ৯৫ হাজার টাকা উদ্বৃত্ত রেখে নতুন বাজেট ঘোষনা করা হয়।

মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর