শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মামলা ।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪৪ বার পঠিত হয়েছে

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। ২১ মে রোববার ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলাটি জমা দেন।
মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী গ্রামের মো: আবেদ আলীর মেয়ে জেসমিন বেগম (৩১) এর ২০১৩ সালের ২২ মার্চ ইসলামী শরিয়াহ অনুযায়ী পাশ্ববর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পশালবাড়ী গ্রামের মো: ইয়াছিন আলীর ছেলে মো: রাশেদ (৩৫) এর সাথে বিয়ে হয়। তাদের সংসারে জিহাদ নামে ১১ বছর বয়সী পুত্র ও রাশিকা নামে ৬ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। পরিবারের লোকজনের কু-পরামর্শে বিয়ের পর থেকেই রাশেদ তার স্ত্রীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে না পেয়ে অন্যত্র দ্বিতীয় বিয়ে করে। কিন্তু যৌতুকের দাবিতে রাশেদ বিভিন্ন ভাবে নির্যাতন করলেও জেসমিনের পরিবার গরীব হওয়ায় টাকা দিতে পারেনি। এ অবস্থায় যৌতুকের টাকা না পেয়ে গত ১লা মে রাশেদ ও তার পরিবারের লোকজন জেসমিন বেগমকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। জেসমিন তার বাবার বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তিতে এ বিষয়ে মামলা করতে চাইলে রাশেদ আপোষ মিমাংসার কথা বলে কালক্ষেপন করলেও জেসমিনকে বাড়িতে নিয়ে যায়নি। পরে গত শনিবার জেসমিনের বাবার বাড়িতে আপোস মিমাংসার শালিস বৈঠকেও যৌতুকের ৩ লাখ টাকা না দিলে জেসমিনকে ঘরে ফিরিয়ে নিবে না বলে জানিয়ে দেয় রাশেদ ও তার পরিবার। কোন কুল কিনারা না পেয়ে জেসমিন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা মতে প্রার্থনায় এ মামলাটি দায়ের করেন। আদালত আমলে নিয়ে মো: রাশেদকে আগামী ২০ জুন স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। মামলায় আসামীরা হলেন জেসমিনের স্বামী মো: রাশেদ, শ্বাশুড় মো: ইয়াছিন আলী (৬০), শ্বাশুড়ী মোছা: আছমা বেগম (৫৫), দেবর মো: রাসেল (২৮)।

মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর