সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর লাহিড়ী ডিগ্রী কলেজে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ ।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৬০ বার পঠিত হয়েছে

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের উদ্যোগে ১৫ মে সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজ হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ র আওতায় স্মার্ট বাংলাদেশ, এসডিজি ও ভিশন ২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক মোঃ আল মামুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিগ্রী কলেজের প্রভাষক সুভাষ ঘোষ, এবং অন্যান্য গন্যমাণ্য ব্যক্তিবর্গ। মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া, মহিলা সমাবেশে স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর