শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আম চাষীদের নিয়ে মত বিনিময় সভা ।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৫১ বার পঠিত হয়েছে

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আম চাষীদের নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ মে বিকাল ৪ ঘটিকায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আম উৎপাদনে ঠাকুরগাঁও জেলার শীর্ষে বালিয়াডাঙ্গী উপজেলা। বালিয়াডাঙ্গী থেকে প্রচুর আম ঢাকা সহ- সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়। আম এবং পরিবহন ব্যবস্থা সুন্দর হলে আম পরিবহনে আগ্রহ বাড়বে আম ব্যবসায়ীদের, এতে করে লাভবান হবে আম চাষী ও আম ব্যবসায়ীরা।আমে যাতে বিভিন্ন রাসায়নিক পদার্থ না মেশানোর হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আম চাষী,ব্যবসায়ী সহ সকলের প্রতি আহবান জানান।তিনি আরো বলেন,কৃষকদের জন্য সরকার প্রযাপ্ত পরিমান সার ডিলারদের মাধ্যমে সরবারাহ করেছে তাই সার নিয়ে আর কৃষকদের ভাবতে হবে না । কৃষকরা তাদের কৃষি কার্ড নিয়ে ডিলারদের কাছে গেলেই সার পেয়ে যাবেন। সভায় আরও বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা পরিচালক শস্য আলমগীর কবীর। তিনি তার বক্তব্যে, কৃষকদের আম উৎপাদন, সংরক্ষণ ও পরিবহনের জন্য বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম,বলেন, আমের বাজারের ঐতিহ্য ধরে রাখতে আম কেনা বেচা সহ বাজারজাত করণে সকল ধরনের প্রশাসনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রকার অনিয়ম ও চাঁদাবাজি বরদাস্ত হবে না বলে কঠোরভাবে হুশিয়ারী করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা কমকর্তা সাজ্জাদ হোসেন সোহেল।
এ সময় ৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,আম চাষী আব্দুল গফুর, হযরত আলী সহ উপজেলার প্রায় দুইশতাধিক আম চাষি,পাইকারী আম ব্যবসায়ী,আমের আরতদার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা।

মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর