শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধকোটি টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ – ফোন আলাপ ফাঁস

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৯ বার পঠিত হয়েছে

 

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলার ঘোষনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সোবহান খাঁন এর বিরুদ্ধে অর্ধকোটি টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। এ সংক্লান্ত একাধিক ফোন আলাপ এসে প্রতিবেদক এর হাতে। যে ফোন আলাপ বিশ্লেষণ করে দেখা যায়, ঘোষনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সোবহান খাঁন তার প্রতিষ্ঠানে চাকুরী দেবার বিষয়ে চাকুরী প্রার্থী ও তার বাবার সাথে টাকার বিষয়ে কথা বলছেন। সবই তো বুঝেন এসব নিয়োগ কিভাবে হয়? আপাতত নগদ কিছু দেন বাঁকিটা পরে দিয়েন। এদিকে নিয়োগের জন্য যারা টাকা দিয়েছে তারা বারবার নিয়োগ সম্পর্ণ করার জন্য তাগিদ দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৩ খ্রি: তারিখে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া
হয়। যে নিয়োগ বিজ্ঞপ্তি যে অফিস সহায়ক, নৈশ্য প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে
মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া এখনো চলমান। নিয়োগ পরিক্ষা হবার
আগেই চারটি পদে চার জন কেন্ডিটেড কে রেডি করে রেখেছে প্রায় অর্ধকোটি টাকার
বিনিময়ে।

নাম প্রকাশ অনিচ্ছুকশর্তে একাধিক চাকুরীতে আবেদনকারীরা বলেন, প্রথমে আমাদের সাথে
এই চাকুরীর বিষয়ে কথা হয়। আমাদের কাছ থেকে মোটা অংকের টাকা চেয়ে বসে। আমরা তখন বলেছিলাম, স্যার মেধা অনুয়ায়ী নিয়োগ দেওয়া হোক। আমরা আসলে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য স্বইচ্ছায় কিছু টাকা এককালিন দিবো। কিন্তু প্রধান শিক্ষক মো: আব্দুস সোবহান আমাদের কোন কথা কে গুরুত্ব না দিয়ে অফিস সহায়ক পদে মোছা: জান্নাতুন এর কাছ থেকে
১২ লক্ষ টাকা, নৈশ্য প্রহরী পদে রুবেল হোসেন এর কাছ থেকে ১০ লক্ষ টাকা, পরিচ্ছন্নতা কর্মী
পদে মো: শাহদত এর কাছ থেকে ১০ লক্ষ টাকা ও আয়া পদে মোছা: অছিমা আক্তার এর কাছ থেকে ১১ লক্ষ টাকা গ্রহণ করেন। অভিযুক্ত অফিস সহায়ক পদে চাকুরী প্রার্থী জান্নাতুন এর মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে তার স্বামী চঞ্চল বলেন, আমরা কোন টাকা পয়সা দিইনি। শুধু মাত্র আবেদন করেছি। বাঁকি তিন অভিযুক্ত প্রার্থীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত ঘোষনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সোবহান খাঁন এর সাথে
মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ
মিথ্যা। আমি পাশ্ববর্তী উপজেলা বদলগাছি থেকে এখানে এসে চাকুরী করি। আমি এখানে
চাকুরী দেবার কেউ না।

এবিষয়ে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান এর সাথে
মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এবিষয়ে আমি কিছুই জানিনা।

মাহমুদুন্নবী
পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:
মোবাইল নাম্বার: ০১৫৮০-৭৬১৮৯৪.

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর