সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পীরস্থান সহ গোরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন ।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৬ মে, ২০২৩
  • ৬৫ বার পঠিত হয়েছে

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় প্রশাসনের কথা বলে বীরহোলি গ্রামের মানিক পীরস্থান সহ গোরস্থানের কবরের মাটি কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদে এবং ঐ গোরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ৫ গ্রামের বাসিন্দারা। ৫ মে শুক্রবার বেলা ১১টার দিকে ঐ গোরস্থানের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বীরহোলি, ভেমটিয়া, বেতুরা, সেতরাই ও চাপোড় গ্রামের ২ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। এবং তারা পীরস্থান ও গোরস্থানের মাটি খনন কাজ বন্ধ করা, কবর খনন করে মাটি বিভিন্ন স্থানে বিক্রির সাথে জড়িতদের শাস্তি এবং গোরস্থানটি সরকারিভাবে সংরক্ষণের দাবি জানান গ্রামবাসীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মুর্তজা আলম, স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম, আতাউর রহমান, নুর আলী, শামসুজ্জুহা, সবুজ অলম, রিয়াজউদ্দীন, ইউসুফ আলী, কাজলী আকতার, সুরাইয়া বেগম, বেবি আকতার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কথা বলে ভূমি অফিসের রায়হান ও আব্দুল কুদ্দুস এবং বীরহলি গ্রামের জনৈক ইব্রাহীম কয়েক দিন ধরে মানিক পীরস্থান সহ গোরস্থানের কবরের মাটি এসকেভেটর মেশিন দিয়ে কেটে ৩০-৩৫ টি ট্রাক্টরের ট্রলিতে করে নিয়ে যাচ্ছে। এলাকার লোকজন বাধা দিলে প্রশাসনের মাধ্যমে তাদের জেলে ঢুকানো হবে বলে হুমকি ধামকি দেয় তারা।
প্রসঙ্গত: গ্রামবাসীর অভিযোগ পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ ৫ মেশুক্রবার সকালে মানববন্ধন চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে আর কোন মাটি কাটা হবে না এবং গোরস্থানটি স্বাভাবিক করে দেয়া সহ জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে বলে মানববন্ধনে স্থানীয়দের আশ্বস্ত করেন। এ বিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, অভিযোগ পেয়ে সেখানে থেকে মাটি কাটা বন্ধ করার নির্দেশ দিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলও পরিদর্শন করেছি।

মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর